মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‌্যাবের এক কর্মকর্তা নিহত, তিনজন আহত

চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ১২:৪০

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চলাকালীন সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন র‌্যাবের এক দল। এ ঘটনায় র‌্যাবের একজন কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও তিন সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

নিহত র‌্যাব কর্মকর্তার নাম মো. মোতালেব হোসেন। তিনি র‌্যাব-৭-এ ডিএডি পদে কর্মরত ছিলেন। আহত সদস্যদের চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে আহতদের নাম প্রকাশিত হয়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, র‌্যাবের ওই দল অস্ত্র উদ্ধারের জন্য এলাকায় গিয়েছিল। এ সময় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে তাদের ওপর গুলি চালায়। ঘটনায় চারজন র‌্যাব সদস্য গুরুতর আহত হন। খবর পেয়ে র‌্যাবের অতিরিক্ত ফোর্স এবং থানা পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মো. মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন এখনও চিকিৎসাধীন।

চট্টগ্রাম র‌্যাব ও পুলিশ সন্ত্রাসীদের ধরার জন্য এলাকায় সর্বাত্মক তল্লাশি অব্যাহত রেখেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top