মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ১২৮

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ২১:৫৬

শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ১২৮

হোবার্টের সুপার টুয়েলভের গ্রুপ ওয়ান ম্যাচে আইরিশরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ১২৮ রান। অর্থাৎ জিততে হলে লঙ্কানদের করতে হবে ১২৯।

বেলেরিভ ওভালে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বস্তিতে ছিল না আয়ারল্যান্ড। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৪০ আর ১০ ওভার শেষে ৬০ রান তুলতে হারায় ৪ উইকেট।

ওপেনিংয়ে নেমে ভালো খেলতে থাকা পল স্টারলিং ২৫ বলে ৩৪ রানেই থেমে যান। এরপর দলকে ১৮ ওভার পর্যন্ত টেনে নেন হ্যারি টেক্টর। তবে রান তখন মোটে ১১৭। এর মধ্যে শেষের দিকে এসে ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে লড়াকু স্কোর গড়ার স্বপ্ন পূরণ হয়নি আইরিশদের।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top