মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের ইতিহাসসেরা অবস্থানে লিটন

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২, ০৫:২০

লিটন কুমার দাস

আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে নিজের ক্যারিয়ারসেরা অবস্থান ও দেশের ইতিহাসসেরা অবস্থানে উঠে এসেছেন লিটন কুমার দাস।

বুধবার (২৮ ডিসেম্বর) সাপ্তাহিক হালনাগাদ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে দুই ধাপ এগিয়ে লিটন এখন আছেন ১২ তম স্থানে। এর আগে বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান এতটা ওপরে উঠতে পারেননি।

এর আগে ১৪ তম স্থানে ছিলেন লিটন, যা ছিল যৌথভাবে বাংলাদেশের সেরা। তামিম ইকবালের ক্যারিয়ারসেরা অবস্থানও ছিল ১৪। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি। তবে শেষ ইনিংসের ফিফটি তুলে নিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় সুখবর পেলেন লিটন।

চলতি বছর কতটা ধারাবাহিক লিটন, এই পরিসংখ্যানেই তা স্পষ্ট। বাংলাদেশের হয়ে ৪২ ম্যাচে ১৯২১ রান। ১৩টা ফিফটি তিনটা শতক। গড় ৪০-এর বেশি। এক পঞ্জিকাবর্ষে লিটনের এই রান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরও সর্বোচ্চ।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top