জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় আসর
ঢাকা বিভাগের দুই দলের স্কোয়াড ঘোষণা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৪

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় আসরের টি-টোয়েন্টি পর্ব শুরু হতে যাচ্ছে আগামী রোববার। এই টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্কোয়াড ঘোষণা করেছে ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রো। অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে তরুণদের নিয়েই সাজানো হয়েছে দুই দলের দল।
ঢাকা বিভাগের নেতৃত্বে থাকছেন মাহিদুল ইসলাম অঙ্কন। দলে আছেন অভিজ্ঞ মোসাদ্দেক হোসেন সৈকত ও শুভাগত হোম চৌধুরী। তরুণ সম্ভাবনাময় ক্রিকেটারদের মধ্যে জিসান আলম, আরিফুল ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি ও মোহাম্মদ রিপন মন্ডল জায়গা পেয়েছেন।
অন্যদিকে ঢাকা মেট্রোর নেতৃত্বে থাকবেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ নাঈম শেখ। তার নেতৃত্বে অভিজ্ঞদের পাশাপাশি থাকবেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। দলে ফিরেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। তবে এশিয়া কাপ খেলার কারণে পেসার তাসকিন আহমেদকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়।
রনি তালুকদার, জিসান আলম, আব্দুল মজিদ, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম চৌধুরী, তাইবুর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, রাইয়ান রাফসান রহমান, সুমন খান, রিপন মন্ডল, এনামুল হক, নাজমুল ইসলাম অপু, সালাউদ্দিন শাকিল।
স্ট্যান্ডবাই: ফয়সাল আহমেদ রায়হান, আশিকুর রহমান শিবলি, মেহেদী হাসান সোহাগ, নিলয় মাহমুদ, তৌফিক আহমেদ ও সাইফ হাসান।
মোহাম্মদ নাঈম শেখ (অধিনায়ক), মাহফিজুল ইসলাম রবিন, আনিসুল ইসলাম ইমন, মার্শাল আইয়ুব, মাহমুদউল্লাহ রিয়াদ, শামসুর রহমান শুভ, গাজী তাহজিবুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল হাসান, আরিফ আহমেদ, মাহমুদুল হাসান, আবু হায়দার রনি, মারুফ মৃধা ও শহিদুল ইসলাম।
স্ট্যান্ডবাই: আরাফাত সানি, আল-আমিন জুনিয়র, আইচ মোল্লাহ, সালাউদ্দিন সৌরভ, নুহায়েল সানদিদ ও তাসকিন আহমেদ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।