মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

২ ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

রায়হান রাজীব | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৪, ১৫:০৫

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে এক বাবা তার দুই ছেলেকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে গুরুতর আহত বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এমনটি ঘটছে।

প্রাথমিকভাবে নিহত দুই ছেলের নাম পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স ৭ বছর ও আরেকজনের বয়স ৩ বছর। তাদের বাবার নাম মো. আহাদ (৪০)। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মাজেদুল বলেন, আজ শনিবার সকালে আমাদের কাছে খবর আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে জবাই করে হত্যা করা হয়েছে এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে পুলিশ ওই বাবাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠায়। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। আমরা এ বিষয়ে তদন্ত করছি।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top