ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে নগরভবনের সব গেটে তালা

Nasir Uddin | প্রকাশিত: ১৫ মে ২০২৫, ১৬:৩৫

ছবি: সংগৃহীত

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে শপথ পড়ানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা নগর ভবনের সব গেইটে তালা ঝুলিয়ে দিয়েছেন। আন্দোলনের কারণে গুলিস্তান মাজারের দিক থেকে বঙ্গবাজার অভিমুখী সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনে প্রবেশ করতে পারেননি। এ ছাড়া নগর ভবনের ১২তলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমও বন্ধ রয়েছে। তালা দেওয়ার সংবাদ পেয়ে অফিসে যাননি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এদিন সকাল ৯টার দিকে ডিএসসিসির প্রধান কার্যালয় নগরভবনের সামনে অবস্থান নেন হাজার হাজার বিক্ষোভকারী। মূল ফটকের ভেতর ও বাইরে অবস্থান নিয়ে তারা শপথ পড়াতে বিলম্ব হওয়ার প্রতিবাদ জানাতে থাকেন। এ সময় তারা, শপথ নিয়ে তালবাহানা চলবেনা চলবেনা, অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে, জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোন মেয়র নাই, রায় দিয়েছে আদালত, বাধা দেওয়ার তুই কে, আমাদের মেয়র আমরাই বানাবো প্রভৃতি স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।

কিছুক্ষণ পর পরই বিভিন্ন ওয়ার্ড থেকে নানাবিধ স্লোগান দিতে দিতে ভোটাররা আসেন নগর ভবনে। সকাল থেকে নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিলেও বেলা ১১ টার পর তারা অবস্থান নেন নগর ভবনের ভেতরে।

আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

নগরভবনের সামনে অবস্থানকারী বিক্ষোভকারীরা বলেছেন, এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তারা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top