দেশের বাজারে আজ স্বর্ণের নতুন দাম প্রকাশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫, ১৩:৫৪

আজ মঙ্গলবার, ১৯ আগস্ট, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, বাজুস জানিয়েছে, এটি সর্বশেষ সমন্বয়কৃত দাম।
নতুন দামের সঙ্গে সরকারের ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তিত হতে পারে। বাজুসের আগের সমন্বয় ছিল ২৩ জুলাই, তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৬৫ হাজার ৩০২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪১ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ ছিল ১ লাখ ১৭ হাজার ২২৩ টাকা।
রুপার দাম অপরিবর্তিত আছে। ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। ২১ ক্যারেট রুপা ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতি ১ হাজার ৭২৬ টাকায়। চলতি বছরে স্বর্ণের দাম দেশে মোট ৪৫ বার সমন্বয় করা হয়েছে—যেখানে ২৯ বার দাম বেড়েছে, ১৬ বার কমেছে। ২০২৪ সালে মোট ৬২ বার সমন্বয় হয়েছিল।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।