শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবিতে কোয়েল মল্লিকের সমর্থন

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১১:৫৪

সংগৃহীত

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কর্মক্ষেত্রে ৮ ঘণ্টার শিফটের দাবিকে ঘিরে যখন সমগ্র চলচ্চিত্র অঙ্গনে আলোচনা চলছে, তখন সেই দাবির পক্ষে সমর্থন জানালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোয়েল বলেন, “আমার মনে হয়, দীপিকার সন্তান হওয়ার পর তিনি নতুন মা হিসেবে ৮ ঘণ্টা কাজ করতে চেয়েছিলেন। এটা একেবারেই ন্যায্য দাবি। এখানে অন্যায় কিছু নেই।”

কোয়েলের মতে, মাতৃত্বের পর কাজের সময় কিছুটা সীমিত রাখা স্বাভাবিক বিষয়। একজন শিল্পী ও মা—এই দুই দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তবে তিনি শুধু অভিনয়শিল্পীর দিকটাই নয়, প্রযোজনা সংস্থার দিকটিও বিবেচনায় এনেছেন। কোয়েল বলেন, “যখন বড় বাজেটের প্রোডাকশন হয়, তখন প্রতিদিনের ও প্রতি ঘণ্টার খরচ থাকে। একটা বড় সেট তৈরি করতে বিপুল অর্থ ব্যয় হয়। তাই বিষয়টি শেষ পর্যন্ত পারস্পরিক বোঝাপড়ার ওপর নির্ভর করে।”

দুই সন্তানের মা হয়েও নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন কোয়েল মল্লিক। চলতি বছরেই তার একাধিক ছবি মুক্তি পেয়েছে। ব্যক্তিগত ও পেশাগত জীবনের অভিজ্ঞতা থেকেই তিনি দীপিকার অবস্থানকে সমর্থন করেছেন বলে মনে করছেন চলচ্চিত্র-অঙ্গনের অনেকেই।

চলচ্চিত্র সংশ্লিষ্ট মহলের মতে, কোয়েলের এই মন্তব্য শুধু দীপিকার প্রতি সমর্থন নয়, বরং শিল্পীদের জন্য স্বাস্থ্যকর কর্মপরিবেশ গঠনের প্রয়োজনীয়তার কথাও স্মরণ করিয়ে দিচ্ছে। 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top