মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

চুয়াডাঙ্গায় ‘ইত্যাদি’ শুটিং

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:০৪

সংগৃহীত

বিনোদন জগতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এর এবারের পর্ব ধারণ করা হয়েছে চুয়াডাঙ্গার ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদে। নির্মাতা হানিফ সংকেত ইতিহাস, শিল্প-সংস্কৃতি, পুরাকীর্তি ও জনজীবনের নানা রঙিন অধ্যায় তুলে ধরেছেন দর্শকদের সামনে।

শুটিং হয়েছে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী নাটুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে, যা ব্রিটিশ আমলে নির্মিত শতাধিক বছরের প্রাচীন হাজারদুয়ারি নামে খ্যাত। অনুষ্ঠানটি চুয়াডাঙ্গা শহরের সংস্কৃতিকে এক স্মরণীয়ভাবে উপস্থাপন করেছে।

পর্বে একটি পরিচিতিমূলক গান ও নৃত্য পরিবেশিত হয়েছে, যা চুয়াডাঙ্গার কৃষ্টি ও ইতিহাসকে ফুটিয়ে তুলেছে। গানটির সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী, কোরিওগ্রাফি করেছেন এসকে জাহিদ, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। এছাড়া লোকসংগীতশিল্পী বিউটি এবং জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই পরিবেশন করেছেন দুটি বিশেষ গান।

শুটিং উপলক্ষে চুয়াডাঙ্গাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় দোকানি পসরা সাজান এবং দর্শকরা সকাল থেকেই অনুষ্ঠানস্থলে ভিড় করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত জনপ্রিয় শিল্পীরা ছিলেন সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, মুকিত জাকারিয়া, আশরাফুল আলম সোহাগ, সুর্বণা মজুমদার, হানিফ পালোয়ান, বেলাল আহমেদ মুরাদ, জাহিদ চৌধুরী, সাবরিনা নিসা, নজরুল ইসলামসহ আরও অনেকে।

শুটিং শেষ হওয়ার পর দর্শকরা অনুষ্ঠানটির ধারাবাহিকতা দেখতে আগ্রহী হন। এবারের পর্বটি আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৮টায় বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top