নীরব হয়ে গেল বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়:কনকচাঁপা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫:০৫
বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ ও আলোচিত অধ্যায় নীরব হয়ে গেছে। আপোসহীন নেতৃত্ব, সংগ্রাম ও বিতর্কের মধ্য দিয়ে দেশকে কয়েক দশক নেতৃত্ব দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন, এবং তার প্রয়াণে আজ গোটা দেশ স্তব্ধ।
তার বিদায়ে শুধু রাজনীতি নয়, শোকের আবহ ছড়িয়ে পড়েছে সংস্কৃতি অঙ্গনেও। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনি বেগম জিয়াকে উত্তম প্রতিদান দিন।” এই সংক্ষিপ্ত অথচ গভীর শোকবার্তায় শিল্পীর অনুভূতির প্রতিফলন ঘটেছে।
বেগম খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে তিনি সেনাপ্রধান ও পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার প্রয়াণে দেশের মানুষ শোকাহত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ ও শ্রদ্ধা জানাচ্ছেন অনেকে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।