বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

২০২৫ ছিল খুব কঠিন, স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ কারিনা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৩:৩৩

সংগৃহীত

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান এখন কাজ কমিয়ে পরিবারকে বেশি সময় দিচ্ছেন। স্বামী সাইফ আলী খান ও দুই পুত্রের সঙ্গে নতুন বছর উদযাপন করতে বর্তমানে তিনি বিদেশে রয়েছেন।

নতুন বছরের শুরুতে অতীত বছরের স্মৃতিচারণ করতে গিয়ে কারিনা আবেগপ্রবণ হয়ে পড়েন। ইনস্টাগ্রামে তিনি স্বামী সাইফের সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করে লিখেছেন, “বছরের শেষ দিনে যখন আমরা পেছন ফিরে তাকাই, বুঝি—আমরা এতদূর চলে এসেছি। ২০২৫ আমাদের জন্য, সন্তানদের জন্য এবং পরিবারের জন্য খুবই কঠিন ছিল। আমরা অনেক কেঁদেছি, অনেক প্রার্থনা করেছি।”

 

তবে সব বাধা পেরিয়ে একে অপরকে আঁকড়ে ধরে টিকে থাকার কথাও উল্লেখ করেছেন তিনি। কারিনা লেখেন, “মাথা উঁচু করে, হাসতে হাসতে আমরা সবকিছু পার করেছি। ২০২৫ আমাদের শিখিয়েছে, মানুষ নির্ভীক, ভালোবাসা সবকিছু জয় করতে পারে। আর শিশুরা আমাদের ধারণার চেয়েও অধিক সাহসী।”

অভিনেত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কঠিন সময়ে পাশে থাকার জন্য ভক্ত, বন্ধু ও সৃষ্টিকর্তার প্রতি। নতুন বছরের প্রত্যাশা জানিয়ে তিনি লিখেছেন, “আমরা ২০২৬ সালে প্রবেশ করছি নতুন উদ্দীপনা, গভীর কৃতজ্ঞতা, ইতিবাচক মনোভাব এবং চলচ্চিত্রের প্রতি অটুট ভালোবাসা নিয়ে।”

 

পরিবার ও প্রেমের প্রসঙ্গত, ২০০৭ সালে ‘টশান’ সিনেমার শুটিংয়ের সময় সাইফ-কারিনার সম্পর্কের শুরু। পাঁচ বছর লিভ-ইন করার পর ২০১২ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই পুত্র—তৈমুর আলী খান (২০১৬) ও জাহাঙ্গীর আলী খান (২০২১)—সন্তান হিসেবে পরিবারকে আলোকিত করছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top