ফের মা হচ্ছেন বুবলী? নায়িকার রহস্যময় জবাব
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ১৩:২৩
প্রথম সন্তান বীরের জন্মের পাঁচ বছর পর ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী আবার মা হওয়ার গুঞ্জনে আলোচনায় এসেছেন। সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পোশাকে হাজির হওয়ার পর নেটিজেনরা তার ‘বেবি বাম্প’ লক্ষ্য করেছেন এবং দ্বিতীয়বার মা হওয়ার অনুমান করছেন।
সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলে বুবলী সরাসরি বিষয়টি নিশ্চিত বা অস্বীকার না করে কৌশলী উত্তর দিয়েছেন। তিনি বলেন, “ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকা স্বাভাবিক এবং সেটাকে আমি সম্মান করি। তবে এমন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আলোচনা হওয়া উচিত নয়।”
একই সঙ্গে তিনি মনগড়া সংবাদ প্রচারকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন। বুবলী জানান, শুটিংয়ের ব্যস্ততার কারণে অনেক সময় ফোন ধরতে পারা সম্ভব নয়, তবে অন্তত একটি মেসেজ আশা করা যায়। মেসেজের জবাব না দেওয়াকে তার বক্তব্য না দেওয়ার সঙ্গে ভুলভাবে যুক্ত করা ঠিক নয়।
উল্লেখ্য, গত বছরের শেষ দিকে সাবেক স্বামী ও চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বুবলী এবং সন্তান বীর আমেরিকায় দীর্ঘ ছুটি কাটিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পারিবারিক মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পরই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়। তবে এখন পর্যন্ত শাকিব খান বা বুবলী—কেউই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করেননি, যা শোবিজে রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।