সোহেল খানের বিচ্ছেদের সময়ে সীমার পাশে সালমান খান ও খান পরিবার
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১৫:১৯
বলিউডে বিচ্ছেদের খবর সাধারণত তিক্ত ও বিতর্কিত হয়। কিন্তু সোহেল খান ও সীমা সাজদেহের ২৪ বছরের দাম্পত্য শেষ হলেও তাদের গল্প অন্যরকম। পারস্পরিক শ্রদ্ধা এবং খান পরিবারের সমর্থনে সীমা সাজদেহ একলা পথে চলার সাহস পেয়েছেন। ২০২২ সালে আইনতভাবে আলাদা হওয়া এই দম্পতির দুই ছেলে, নির্ভান ও ইয়োহান, এখনও পরিবারকে সংযুক্ত রেখেছে।
সীমা সাজদেহ জানিয়েছেন, সোহেল খানের সঙ্গে তার সম্পর্ক এখন বন্ধুত্বের পর্যায়ে এবং সন্তানদের কো-প্যারেন্টিং-এর মধ্যেই সীমাবদ্ধ। তবে তিনি বলেন, “খান পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতা চিরকাল থাকবে। সোহেলের সঙ্গে বিচ্ছেদ হলেও তারা আমাকে এখনো পরিবারের অংশ হিসেবে বিবেচনা করে।”
সীমা আরও শেয়ার করেছেন, বিচ্ছেদের কঠিন সময়ে সালমান খানই তাকে মানসিক সাহস দিয়েছেন। সাধারণত দেখা যায়, স্বামী-স্ত্রীর ঝগড়ায় পরিবার ছেলের পাশে থাকে, কিন্তু খান পরিবারের ক্ষেত্রে উল্টোটি ঘটেছে। সালমান খানের তত্ত্বাবধানে সীমাকে আশ্বস্ত করা হয়েছিল—“সোহেলের সঙ্গে থাকো বা না থাকো, তুমি সবসময় আমাদের পরিবারের অংশ। বাচ্চাদের মা হিসেবে তোমার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের বাড়ির দরজা তোমার জন্য সবসময় খোলা।”
সীমা সাজদেহ বলেন, “সেলিম আঙ্কেল বা সালমান ভাই সবসময় আমার সম্মান ও সুবিধার কথা ভেবেছেন। সোহেলের সঙ্গে ঝগড়ার সময় তারা আমাকে সাপোর্ট করেছেন।”
এ ঘটনা বলিউডে পারিবারিক সমর্থন ও মানসিক শক্তির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে আলোচিত হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।