রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

যুক্তরাষ্ট্র ছাড়ার সিদ্ধান্ত নিলেন জেমস ক্যামেরন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১৫:২৩

সংগৃহীত

বিখ্যাত হলিউড পরিচালক জেমস ক্যামেরন, যিনি ‘অ্যাভাটার’ ও ‘টাইটানিক’-এর মতো রেকর্ড গড়া চলচ্চিত্রের নির্মাতা, সম্প্রতি যুক্তরাষ্ট্র ছেড়ে নিউজিল্যান্ডে স্থায়ী হওয়ার কারণ নিয়ে মুখ খুলেছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্যামেরন জানান, নিউজিল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং কোভিড-১৯ মোকাবিলায় দেশটির বিজ্ঞানভিত্তিক ও ঐক্যবদ্ধ নীতি তাকে স্থায়ী হওয়ার পথে প্রভাবিত করেছে। ২০২০ সালে পরিবারসহ তিনি নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

ক্যামেরন বলেন, “কোভিডের সময়ে নিউজিল্যান্ড ভাইরাস সম্পূর্ণ নির্মূল করেছে—একবার নয়, দুবার। তৃতীয়বার মিউটেশন হলেও তখন তাদের টিকাদানের হার ছিল ৯৮ শতাংশ। বিপরীতে যুক্তরাষ্ট্রে তখন টিকাদানের হার মাত্র ৬২ শতাংশ, এবং কমছিল।” তিনি যুক্তরাষ্ট্রের সামাজিক মেরুকরণ ও বিজ্ঞানবিরোধী প্রবণতাকেও কড়া সমালোচনা করেন।

তিনি আরও বলেন, “আপনি কোথায় থাকতে চাইবেন? এমন দেশে যেখানে মানুষ বিজ্ঞান বিশ্বাস করে, মানসিকভাবে স্থিতিশীল এবং একসঙ্গে কাজ করতে পারে, না কি এমন দেশে যেখানে সবাই বিভক্ত ও বিশৃঙ্খল?”

যদিও কোভিড-১৯ ছিল চূড়ান্ত সিদ্ধান্তের মূল কারণ, ক্যামেরনের নিউজিল্যান্ডপ্রীতি হঠাৎ করে জন্মায়নি। প্রথমবার ১৯৯৪ সালে দেশটি সফর করার পর তিনি গভীর সংযোগ অনুভব করেন এবং ২০১১ সালে একটি খামার বাড়ি ক্রয় করেন। এরপর নিয়মিত দেশটিতে যাতায়াত শুরু হয়।

শেষ পর্যন্ত ২০২০ সালের আগস্টে কোভিড মহামারির মাঝেই পরিবারসহ নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করেন জেমস ক্যামেরন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top