বলিউডের প্লেব্যাক সম্রাট অরিজিৎ সিং সঙ্গীতের উচ্চশিখর থেকে সরে দাঁড়ালেন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৪:১০
২০২৬ সালের জানুয়ারি মাসে অরিজিৎ সিং, বলিউডের জনপ্রিয় গায়ক ও ‘প্লেব্যাক সম্রাট’, সঙ্গীতের শীর্ষ থেকে হঠাৎই নীরবতার ঘোষণা দিয়েছেন। দীর্ঘ এক দশক ধরে প্রেম, বিরহ ও আবেগের সঙ্গে দর্শক-শ্রোতার হৃদয় জড়িয়ে রাখা এই কণ্ঠশিল্পীর সিদ্ধান্ত অপ্রত্যাশিত হলেও তা গভীর ও চিন্তাশীল।
জিয়াগঞ্জ, মুর্শিদাবাদের এক ছোট্ট শহরে ১৯৮৭ সালে জন্মগ্রহণ করা অরিজিৎ সিং শৈশব থেকেই সঙ্গীতের অনুশাসন ও শিক্ষা গ্রহণ করেছিলেন। মাত্র ১৮ বছর বয়সে স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমান তিনি। ‘ফেম গুরুকুল’-এর ষষ্ঠ স্থান অর্জনের পরও হতাশ হননি, বরং নিজের ছোট স্টুডিওতে দিনের পর দিন সঙ্গীত অনুশীলন করে তিনি প্রস্তুতি নেন বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য।
২০১৩ সালে ‘আশিকি ২’-এর হিট গান “কিউ কি তুম হি হো” দিয়ে অরিজিৎ সিং ভারতীয় সঙ্গীতের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করেন। পরবর্তী সময়ে ‘চান্না মেরেয়া’ এবং ‘কেশরিয়া’ সহ অসংখ্য গান তার কণ্ঠে নতুন জীবন পেয়েছে।
অরিজিতের পরিচয় শুধু তার গান নয়; তিনি ছিলেন মাটির মানুষ। শো প্রতি কোটি কোটি টাকা পারিশ্রমিক নেওয়া এই সুপারস্টার জিয়াগঞ্জের রাস্তায় হাওয়াই চপ্পল ও স্কুটার নিয়ে বাজার করতেন, এবং নিজের উপার্জিত অর্থ দিয়ে গ্রামের মানুষের জন্য হাসপাতাল গড়তেন।
অরিজিৎ জানিয়েছেন, তিনি ক্লান্ত, এবং একই ছকে বাঁধা গানের মেশিনে আটকে থাকতে চান না। তিনি চাইছেন সৃজনশীল মুক্তি, নতুন প্রজন্মকে সুযোগ দেওয়া এবং নিজের তৈরি সুরের ভুবনে ফিরে যাওয়া।
বলিউডের প্লেব্যাক জগতের এই বিদায় হয়তো শূন্যতা সৃষ্টি করবে, কিন্তু তার সৃষ্টি ও কণ্ঠ চিরকাল বেঁচে থাকবে। অরিজিৎ সিং প্রমাণ করেছেন, তিনি কেবল গায়ক নন, তিনি এক দার্শনিক।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।