বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

বিএফডিসিতে প্লেব্যাক শিল্পীদের স্বীকৃতি দাবি করেছেন নাজমুন মুনিরা ন্যান্সি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৪:১২

সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি দিয়েছেন। সোমবার মধ্যরাতে প্রকাশিত ওই চিঠিতে তিনি দাবি করেছেন, সিনেমার প্লেব্যাক শিল্পীদেরও আনুষ্ঠানিকভাবে ‘চলচ্চিত্রশিল্পী’ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক এবং তাদের বিএফডিসির যাবতীয় সুযোগ-সুবিধার আওতায় আনা হোক।

ন্যান্সি বলেন, “চলচ্চিত্রের গানগুলোকে প্রাণ দেওয়া হয় কণ্ঠশিল্পীদের মাধ্যমে, কিন্তু তারা বিএফডিসির কোনো প্রাতিষ্ঠানিক সুবিধা পান না। এমনকি কেন্দ্রীয় চলচ্চিত্র সংস্থার সংগঠনগুলোতেও তাদের কোনো সদস্যপদ নেই।”

তিনি সরকারের কাছে স্পষ্ট দাবি জানিয়েছেন, প্লেব্যাক শিল্পীদের জন্য বিএফডিসিতে একটি নির্দিষ্ট কার্যালয় বরাদ্দ করা হোক এবং অন্যান্য চলচ্চিত্রশিল্পীদের মতো তাদেরও সব ধরনের সুযোগ-সুবিধা ও সম্মান দেওয়া হোক।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top