মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বাংলাদেশসহ ১৭ দেশের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৯

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ ১৭ দেশের নাগরিকদের জন্য ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে গত ৭ সেপ্টেম্বর ইতালি সরকারের একটি নোটিশ টু এয়ারমেন-এর মাধ্যমে এই নিষেধাজ্ঞা বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করে।

নতুন নির্দেশনায় বলা হয়, বাংলাদেশসহ ১৭টি দেশে ১৪ দিন অবস্থান করেছেন এমন কেউ ইতালিতে প্রবেশ করতে পারবেন না।

নোটিশে উল্লেখ করা বাংলাদেশ ছাড়া অন্যদেশগুলো হচ্ছে– আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া হার্জেগোভিনা, চিলি, কলম্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কসোভো, কুয়েত, মলডোভা, মন্টেনিগ্রো, উত্তর ম্যাসিডোনিয়া, ওমান, পানামা, পেরু ও সার্বিয়া।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top