বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

তাসলিমা নাসরিন ডাকসু নির্বাচনের ফল নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৩

ফাইল ছবি

সাহিত্যিক ও সমালোচক তাসলিমা নাসরিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে তীব্র মন্তব্য করেছেন। তার পোস্টে তিনি লিখেছেন, ডাকসুতে শিবির জেতা অবাক হওয়ার কিছু নেই, “এ তো হওয়ারই ছিল।”

তিনি বলেন, “দেশ ভরে গেছে জিহাদি জঙ্গি, মোল্লা-মৌলভি ওয়াজি, ইসলামান্ধ ও ইসলাম-ব্যবসায়ী, হিন্দুবিদ্বেষী ও নারীবিদ্বেষী অপশক্তি, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, খুন ও ধর্ষক। দেশ ভরে গেছে মাদ্রাসা ও মসজিদে।” তার মতে, এই পরিস্থিতির ফলাফলই ডাকসু নির্বাচনেও দেখা গেছে এবং জাতীয় নির্বাচনের ফলও “এরকমই হবে, জামায়াতে ইসলামী বিপুল ভোটে জিতবে।

নাসরিনের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি দেশের বর্তমান পরিস্থিতিকে দেশের শত্রুদের কবলে পড়া হিসেবে অভিহিত করেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top