মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

তিস্তা প্রকল্পে মাঠপর্যায়ে কাজ শুরু করছে চীন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

তিস্তা মহাপরিকল্পনা যাচাইয়ের জন্য চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে তিনি লিখেন, আগামী কয়েক মাসের মধ্যে সরেজমিন তিস্তা প্রকল্প যাচাইয়ের জন্য বাংলাদেশে আসছে চীনের বিশেষজ্ঞ দল।

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে আলোচনায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ তথ্য জানান। আলোচনায় রাষ্ট্রদূত আরও জানান, তিস্তা প্রকল্পের বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে সমন্বয় করে এগিয়ে নেওয়া হচ্ছে।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর পোস্টে আরও লেখেন, ভুল হলে যেন যৌক্তিক সমালোচনা করা হয়—এমন আহ্বানও জানিয়েছেন তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top