আজও হচ্ছে ২১ আগস্ট হামলা মামলার আপিল শুনানি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫, ১১:৩৮

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়। এ ঘটনায় আইভি রহমানসহ ২৪ জন নিহত হন, আহত হন শেখ হাসিনাসহ কয়েকশ নেতা-কর্মী।
এই হামলার মামলায় নিম্ন আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
তবে চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্ট সব আসামিকে খালাস দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। আজও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সেই আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন—খালাসের রায় টিকবে না। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা আশা করছেন—হাইকোর্টের খালাসের রায় বহাল থাকবে। ২১ আগস্টের এই হামলার বিচার এখনো চূড়ান্ত রায়ের অপেক্ষায়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।