শেখ হাসিনা-আসাদুজ্জামান কামালের সাক্ষ্যগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫, ১২:০৯

ছবি: সংগৃহীত

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শুরু হচ্ছে মানবতাবিরোধী অপরাধের মামলার ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ, যেখানে আসামি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিচারিক প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। এর আগে পঞ্চম দিনে সাক্ষ্য দিয়েছেন শহীদদের পরিবার এবং প্রত্যক্ষদর্শীরা। জবানবন্দি গ্রহণ করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন এবং প্রসিকিউশনের পক্ষে শুনানি করেছেন মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম।

এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসামি হলেও নিজ দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। এ পর্যন্ত ১২ জন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন। আগামী দিনে আরও ৮১ জন প্রত্যক্ষদর্শী ও জড়িতদের সাক্ষ্য গ্রহণ করা হবে।

মামলায় অভিযোগের সংখ্যা পাঁচটি, আর আনুষ্ঠানিক অভিযোগের নথি মোট ৮,৭৪৭ পৃষ্ঠা, যার মধ্যে তথ্যসূত্র, দালিলিক প্রমাণ ও শহীদদের তালিকা অন্তর্ভুক্ত।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top