২১ আগস্ট মামলায় সব আসামির খালাস বহাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২

ছবি: সংগৃহীত

২০০৪ সালের ২১ আগস্ট— বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হন আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী, আহত হন শতাধিক। লক্ষ্য ছিল তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা।

এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। ২০১৮ সালে বিচারিক আদালত রায় দেয়— সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ১৯ জনের যাবজ্জীবন এবং ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড।

কিন্তু ২০২৩ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট সব আসামিকে খালাস দেন। রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করে। আজ, বৃহস্পতিবার আপিল বিভাগ হাইকোর্টের সেই রায় বহাল রেখেছে। ফলে তারেক রহমান, বাবরসহ সব আসামির খালাস বহাল থাকলো।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top