সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুটের মূলহোতা সাহাব উদ্দিন কারাগারে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২

সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুট-চুরির মূলহোতা সাহাব উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে বিচারক ধ্রুব জ্যোতি পালের আদালত রিমান্ড না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শনিবার রাতে র্যাব সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে। কোম্পানীগঞ্জ থানায় খনি ও খনিজসম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, আলোচিত সাদাপাথর লুট ছাড়াও সাহাব উদ্দিনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক তদন্তেও সাদাপাথর লুটের ঘটনায় তার নাম উঠে এসেছে।
সিলেট জেলা পুলিশের কোর্ট পরিদর্শক মো. জামশেদ আলম বলেন, “রিমান্ড শুনানির তারিখ এখনো নির্ধারণ হয়নি। মামলার নথি আদালতে উপস্থাপনের পর বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।”
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ বলেন, “সাদাপাথর লুটপাটের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।