১২৭ বছরের পুরোনো ফৌজদারি আইনে বড় পরিবর্তন, আসামির অধিকার হবে সুরক্ষিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:১৯

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার ১২৭ বছর পুরোনো ফৌজদারি কার্যবিধিতে যুগোপযোগী পরিবর্তন এনেছে। নতুন আইনে পরিবারের বাইরে থেকে কাউকে গ্রেফতার করা হলে তা অবশ্যই ১২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের জানাতে হবে। একই সঙ্গে গ্রেফতারকৃত ব্যক্তিকে তার পছন্দের আইনজীবীর সঙ্গে পরামর্শের সুযোগ দিতে হবে এবং থানার ডাইরিতে মামলার রেকর্ড সম্পন্ন করতে হবে।

 

এখন থেকে পুলিশ কাউকে গ্রেফতার করলে তাদের সরকারি আইডি কার্ড দেখাতে হবে এবং গ্রেফতারের কারণ জানাতে হবে। শুধু কারও নির্দেশে গ্রেফতার করা যাবে না; গ্রেফতারি পরোয়ানা দেখানো বাধ্যতামূলক।

 

আইনে আরও পরিবর্তন আনা হয়েছে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, অন্য মামলায় গ্রেফতার দেখানো, পুলিশের রিমান্ডে নেওয়া, সাক্ষীর নিরাপত্তা ব্যবস্থা ও মামলার হাজিরা সংক্রান্ত বিষয়ে।

 

আইন বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনগুলো আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে এগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে তবেই জনগণ এর সুফল পাবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top