মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

অর্থ আত্মসাৎ মামলায় সাকিবসহ ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৬:৫৮

ছবি: সংগৃহীত

অর্থ আত্মসাৎ মামলার তদন্তের স্বার্থে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও পতিত সরকারের সাবেক এমপি সাকিব আল হাসানসহ মোট ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে জানানো হয়েছে, আগামী ২৬ নভেম্বর সাকিব আল হাসানকে হাজির হয়ে তদন্ত কর্মকর্তার সামনে বক্তব্য দিতে হবে।

দুদক সূত্র জানায়, অভিযুক্তদের সম্পদের উৎস ও অর্থ লেনদেনের বিষয়ে গুরুত্বপূর্ণ নথি ও তথ্য যাচাইয়ের উদ্দেশ্যে এই জিজ্ঞাসাবাদ অনুষ্ঠিত হবে।

পরবর্তী ধাপে অন্যান্য তলবকৃত ব্যক্তিদেরও আলাদা তালিকা অনুযায়ী উপস্থিত হতে বলা হবে বলে জানা গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top