সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

আসামি শাওনসহ চারজন

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৯

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া এ মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনকে আসামি করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। তিনি জানান, উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মামলায় আনিস আলমগীর, মেহের আফরোজ শাওনসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে।

ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। থানা পুলিশ ও তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন। পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

মামলায় আনিস আলমগীর ও মেহের আফরোজ শাওনের পাশাপাশি মডেল মারিয়া কিসপটা এবং ইমতু রাতিশ ইমতিয়াজকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, রোববার রাত আনুমানিক ৮টার দিকে ধানমন্ডির একটি জিম থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top