এনামুল-রুপনের জামিন নামঞ্জুর

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০, ১৬:১৯

নিজস্ব প্রতিবেদক:

পুরান ঢাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ‘টাকার কুমির’ খ্যাত দুই ভাই এনামুল ও রুপনকে জামিন দেননি হাইকোর্ট।

বুধবার (২১ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ দুই ভাইয়ের জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে এ রায় দেন।

আদালত দুদকের পক্ষে রুল শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মানিক। আর আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

প্রসঙ্গত, দুই ভাইয়ের ঢাকায় ১২১টি ফ্ল্যাট, ঢাকার বাইরে ৬টি বাড়ি এবং অবৈধভাবে অর্জিত আরও ১৯ কোটি টাকার অভিযোগ আনা হয়। এর আগে ক্যাসিনোকাণ্ডের আলোচিত আওয়ামী লীগ নেতা এই দুই ভাইয়ের ৯১টি অ্যাকাউন্টে ২০৮ কোটি ৪৪ লাখ ১১ হাজার ৬৫০ টাকা লেনদেনের তথ্য পেয়েছিল সিআইডি।

এনএফ৭১/জেএস/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top