মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

দেড় বছরে সর্বনিম্ন মৃত্যু, ২ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২১, ০৪:০৮

দেড় বছরে সর্বনিম্ন মৃত্যু, ২ জন

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও দুইজনের। যা দেড় বছরে সর্বনিম্ন মৃত্যু। সোমবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২১৪ জন। এ নিয়ে সর্বমোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জনে। এর মধ্যে মারা গেছেন মোট ২৭ হাজার ৮৭০ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে দুইজনই নারী। এই দুজনই ঢাকা বিভাগের। এসময়ে বাকি বিভাগগুলোতে কোনো মৃত্যু হয়নি। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২০২ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: করোনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top