সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকার দ্বিতীয় ডোজ চলছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ২২:৪৪

১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকার দ্বিতীয় ডোজ চলছে

১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। বৃহস্প‌তিবার (৩১ মার্চ) ‌শিক্ষার্থী‌দের এই টিকাদান কার্যক্রম চলছে।

রাজধানীর ধানমন্ডি দক্ষিণের ৩৫টি স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে।

বৃহস্প‌তিবার সকাল ৭টা থেকে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে উপস্থিত হতে থাকেন ধানমন্ডি ২৮ নম্বরের কার্ডিফ স্কুলে। যদিও টিকা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে, ৩টার পরে কেউ এলে তাকেও টিকা দেওয়া হবে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top