মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

এমভি আবদুল্লাহ ছিনতাই

পানির স্তর থেকে ডেকের দূরত্ব কম থাকায় দ্রুত উঠে পড়ে দস্যুরা

রায়হান রাজীব | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪, ১৩:২৬

ছবি: সংগৃহীত

অপেক্ষাকৃত কম গতি ও নিরাপত্তার ঘাটতির কারণে সোমালিয়ার জলদস্যুরা বাংলাদেশি পতাকাবাহী এমভি আবদুল্লাহ জাহাজের নিয়ন্ত্রণ নিতে পেরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাণিজ্যিক জাহাজের নাবিকরা বলছেন, ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহ জাহাজটি চলছিল ধারণ ক্ষমতার সমান (ফুল লোডেড) পণ্য নিয়ে। এতে সাগরে পানির স্তর থেকে ডেকের দূরত্ব একেবারেই কমে যায়। জাহাজের গতিও ছিল কম। ছিল না আর্মস গার্ড তথা নিরাপত্তারক্ষী। পানির স্তর থেকে ডেকের দূরত্ব কমে যাওয়ায় জলদস্যুরা ক্ষিপ্ত গতির নৌযান থেকে দ্রুত উঠে যায় ডেকে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জলদস্যুদের কবলে পড়ার আগমুহূর্তে জাহাজটিকে চ্যালেঞ্জ জানাতে ঢাকার অনুমোদন চেয়েছিল ইউরোপীয় ইউনিয়নের একটি টহল জাহাজ। তবে নাবিকদের নিরাপত্তা বিবেচনায় তার অনুমতি দেওয়া হয়নি।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top