মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

এক বছরে পেশা ছেড়েছেন প্রায় ১৬ লাখ কৃষক

রায়হান রাজীব | প্রকাশিত: ২২ মার্চ ২০২৪, ১২:৩৯

ছবি: সংগৃহীত

সরকারি জরিপ বলছে, দেশের ২৬ দশমিক ১৩ শতাংশ কৃষি পরিবার তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে। এ জন্য কৃষিকাজ ছেড়ে ভিন্ন পেশায় ঝুঁকছেন তারা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত খাদ্য নিরাপত্তা পরিসংখ্যান-২০২৩ শীর্ষক জরিপে এ তথ্য উঠে আসে।

বিভিন্ন কারণে গত এক বছরে কৃষি পেশা ছেড়ে দিয়েছেন প্রায় ১৬ লাখ মানুষ। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, দেশের কৃষকরা উচ্চমূল্যের কৃষিপণ্য উৎপাদন করলেও নিজের জন্য কিছুই রাখতে পারেন না। এমনকি আর্থিক অসচ্ছলতার কারণে উৎপাদিত ফসল মাঠেই বিক্রি করতে বাধ্য হন। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে কৃষক নিজে যে খাদ্য ফলান, একটি পর্যায়ে গিয়ে তিনি তা-ই বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন।

বিভিন্ন হতাশার কারণে তাঁরা এ পেশাই ছেড়ে দিয়েছেন। সম্ভাবনা থাকা সত্ত্বেও খাদ্য নিরাপত্তাহীনতা, আয়ের বৈষম্য, যান্ত্রিকীকরণের কারণে কাজের ক্ষেত্র কমে যাওয়া, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে কৃষি পেশা ছাড়ছে মানুষ।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top