মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ওয়াংচুকের চার দিনের সফরে সই হবে ৩ সমঝোতা, নবায়ন হবে চুক্তি

রায়হান রাজীব | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ১০:০৮

ছবি: সংগৃহীত

চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার ঢাকায় আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। সফরকালে তিনি বাংলাদেশে স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন।

তার সফরে দুই দেশের মধ্যে নতুন করে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। এছাড়া সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতাসংক্রান্ত যে চুক্তিটি রয়েছে সেটার নবায়ন হবে। আওয়ামী লীগ সরকার টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসার পর এটি বাংলাদেশে বিশ্বের কোনো দেশের রাষ্ট্রপ্রধানের প্রথম সফর।

রবিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, ভুটানের রাজার সফরে নতুন করে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। সেগুলো হলো ভুটানের থিম্পুতে একটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা, বাংলাদেশের কুড়িগ্রামে ভুটানের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং ভোক্তা সুরক্ষায় প্রযুক্তিগত সহযোগিতাবিষয়ক স্মারক। এ ছাড়া সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতাসংক্রান্ত একটি চুক্তি আছে আমাদের সঙ্গে, সেটারও নবায়ন করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top