বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

ফ্যান, ছাতা, টুপি নিয়ে বের হতে বললেন হিট অফিসার!

রাশেদ রাসেল | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৪, ১১:৫৯

ছবি: সংগৃহীত

সারাদেশে চলছে তীব্র তাপদাহ। আর এই তাপদাহে পুড়ে ছাই জণজীবন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন। কেন ঢাকায় তাপমাত্রা বাড়ছে, তা খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছেন তিনি।

বুশরা বলেন, তীব্র দাবদাহে আমরা নিজেরা যদি সচেতন থাকি। আমরা যদি বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানির বোতল, টুপি, ফ্যান, ছাতার মতো জিনিসপত্র সাথে রাখি তাহলে কিন্তু অনেকটাই নিরাপত্তা পেতে পারি।

তাপপ্রবাহ মোকাবিলায় আরও কী কী পদক্ষেপ নেওয়া যায় সেটার চেষ্টাও করছেন বলে জানান বুশরা। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ঢাকা এবং আশপাশের এলাকায় তাপমাত্রা কমাতে আরও বেশি গাছ লাগানো জরুরি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top