মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

জুলাই বিপ্লবের এক বছর: স্মৃতি, বিচার আর যাত্রার গল্প

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ জুলাই ২০২৫, ১২:৪১

ছবি: সংগৃহীত

এক বছর আগের এই সময়টা—বাংলাদেশের ইতিহাসে লেখা হয়েছিল এক সাহসী অধ্যায়। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেষ হয়েছিল শেখ হাসিনা সরকারের শাসন। সেই জুলাই বিপ্লবের এক বছর পূর্তি আজ। আজ ১ জুলাই থেকে শুরু হলো ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’— মাসজুড়ে চলবে এই আয়োজন, মাঝে মাঝে বিরতি দিয়ে ৫ আগস্ট পর্যন্ত।

আজই প্রকাশ হচ্ছে জুলাই ক্যালেন্ডার, শুরু হচ্ছে গণস্বাক্ষর কর্মসূচি—জুলাই হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবি জানিয়ে। পাশাপাশি, ‘জুলাই শহীদ স্মরণে’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি চালু হচ্ছে আজই।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুরু করেছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। কবর জিয়ারত দিয়ে শুরু—শহীদ আবু সাঈদের, তারপর পথে পথে জনসংযোগ, শ্রদ্ধা আর সংহতির বার্তা।

রুট অনুযায়ী এই যাত্রা যাবে: পলাশবাড়ী → গাইবান্ধা → সুন্দরগঞ্জ → সাদুল্লাপুর → রংপুর। শেষে টাউন হল, ডিসি মোড়, হাসপাতাল হয়ে চেকপোস্টে শেষ হবে আজকের কর্মসূচি। রাতে চলবে কাউনিয়ায় পথসভা ও জনসংযোগ।

তবে এই স্মরণ শুধু অতীত ঘিরে নয়। এটা বিচারের জন্য চেতনা জাগানোর ডাক। এটা রাজনীতির নতুন মূল্যবোধের সংকল্প। আর এটা মানুষের ওপর মানুষের শ্রদ্ধা ফিরিয়ে আনার চেষ্টা। জুলাই বিপ্লব ছিল শুধু একটি দিন নয়—এটা ছিল একটা নতুন সময়ের শুরু।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top