মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

জুলাই নিয়ে ফারুকীর হৃদয়ছোঁয়া স্ট্যাটাস, মর্মস্পর্শী লেখনী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ জুলাই ২০২৫, ১২:৫০

ছবি: সংগৃহীত

জুলাই—শুধু আর ক্যালেন্ডারের একটা মাস নয়। এটা এক গণজাগরণ, এক গর্জন, এক গৌরবময় প্রতিরোধের ইতিহাস। আজ ১ জুলাই, সেই রক্তাক্ত জুলাই মাসের সূচনা। এক বছর হতে চলল, যখন ছাত্র-জনতা হাতে কলম, বুক ভরে সাহস নিয়ে নেমে এসেছিল রাজপথে। পতন ঘটিয়েছিল এক দীর্ঘকালীন ক্ষমতার—আওয়ামী লীগ সরকারের।

সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে স্মৃতিচারণ, চলছে আবেগে ভেসে যাওয়া। আর এই সময়েই, এক অসাধারণ লাইন লিখেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি লিখেছেন— নিউজফিড দেখে চোখ ভিজছে বারবার। জুলাই এসেছে খেয়াল করিয়ে দিতে, যে বাইরে বাইরে আমাদের হাজার পার্থক্য থাকলেও, আত্মাটা এক।

হ্যাঁ, এই আত্মাই মানুষকে এক করেছিল। এই আত্মাই ভেদ রেখেছিল শক্তি ও সাহসে, যা বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ। জুলাই এসেছে হাত ধরে মনে করাতে—আমরা ভুলিনি। আমরা মাথা নত করিনি। আমরা এখন ইতিহাসের নির্মাতা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top