বৃহঃস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

হত্যা-দুর্নীতির মামলায় টেস্ট অধিনায়ক হাজতে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জুলাই ২০২৫, ১৬:৩৪

ছবি: সংগৃহীত

তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের টেস্ট ইতিহাসের প্রথম অধিনায়ক। রাজনীতিতে যোগ দিয়ে হয়েছেন দুইবারের সংসদ সদস্য। সেই নাঈমুর রহমান দুর্জয় এখন গ্রেপ্তার। মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি দুর্জয়কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বুধবার রাত ১০টা ৩০ মিনিটে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে ইতোমধ্যে মানিকগঞ্জে নেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার ভিত্তিতে গত বছরই তাকে ও তার স্ত্রীকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত। অভিযোগ আছে—সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বাণিজ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন। সবই এখন তদন্তের আওতায়। ২০১৪ সালে নৌকা প্রতীকে জয়ী হয়ে সংসদে প্রবেশ, পরের মেয়াদেও ছিলেন এমপি। কিন্তু ২০২৪ সালের নির্বাচনে মনোনয়ন থেকে বাদ পড়েন দুর্জয়।

এরপরই ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। দুর্জয়ের নাম চলে যায় অনেক অনুসন্ধানের তালিকায়। ক্রীড়াজগৎ থেকে রাজনীতির আলোচিত এই মুখ এখন আইনি জটিলতার কেন্দ্রে। এই গ্রেপ্তার কি বিচারের শুরু, না আরও বড় কিছু আসছে সামনে?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top