বৃহঃস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

জুলাই সনদ ছাড়া নির্বাচনে নয়: দৃঢ় অবস্থানে এনসিপি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জুলাই ২০২৫, ১৭:৪৬

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনে যাবে না—এই ঘোষণা দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। নীলফামারীর সৈয়দপুরে ‘জুলাই শহীদ’ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারতের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তুলে ধরেন দলের এই গুরুত্বপূর্ণ অবস্থান।

নাহিদ ইসলাম বলেন—দেশ গড়তে শুরু হয়েছে জুলাই পদযাত্রা। উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এই পদযাত্রায় মানুষের আবেগ ও সমর্থনের জোয়ার তাদের অনুপ্রেরণা দিচ্ছে।

তিনি বলেন, শুধু ঢাকাকেন্দ্রিক উন্নয়ন নয়, দরকার সারাদেশ নিয়ে নতুন চিন্তা। ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে, কিন্তু মাফিয়াতন্ত্র এখনো টিকে আছে—এই লড়াই এখনও শেষ হয়নি।

এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন—দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এবং শহীদ সাজ্জাদ হোসেনের বাবা  আলমগীর। কবর জিয়ারতের সময় দোয়া পরিচালনা করেন নাহিদ ইসলাম নিজেই।

নাহিদ ইসলাম আরও বলেন—আমরা ইতিহাস ভুলতে দিইনি, আর দিতে দেব না। জুলাই বিপ্লবের রক্ত, ঘাম, আত্মত্যাগ—সবই আমাদের নতুন ভবিষ্যতের ভিত্তি। আমরা বিশ্বাস করি, জুলাই সনদই হচ্ছে জনগণের চুক্তি। এই সনদের বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনই গ্রহণযোগ্য নয়। এই ঘোষণায় স্পষ্ট, এনসিপি আগাম দিনের রাজনীতিতে কোনো আপস নয়—চায় বাস্তবায়ন, চায় জবাবদিহি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top