শহীদ না হতে পারার আফসোস, জুলাইয়ের স্মৃতি ঘিরে আবেগে ভাসলেন উপদেষ্টা আসিফ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জুলাই ২০২৫, ১০:১৩

জুলাইয়ে শহীদ হতে না পারার আফসোস—একজন উপদেষ্টার এমন মন্তব্যে আবারও আলোচনায় এলো সেই উত্তাল দিনগুলোর কথা। তিনি বলছেন, শাহাদাতের কাছাকাছি গিয়েও ফিরে এসেছেন বেঁচে। কে এই ব্যক্তি? কী বললেন তিনি?
তিনি হলেন যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন—গতবছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন। এদেশের জনগণ তার পরিণতি কী করেছে তা সবারই জানা।
তিনি আরও লেখেন— ৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ এলে কখনো পিছপা হবো না। এই বাক্য যেন রক্ত গরম করে দিয়েছে অনেক তরুণের—তাঁদের জন্য যাঁরা এখনো বিশ্বাস করেন একটি নতুন বাংলাদেশ সম্ভব।
জুলাইকে তিনি বলেন ‘প্রতিরোধ ও আত্মত্যাগের মাস’। তিনি লেখেন, ‘জুলাই এদেশে লক্ষ-কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে। আর সেই বিপ্লবীদের পথেই আজকের যাত্রা।
আসিফ মাহমুদের ভাষায়—আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই, আমাদের ভিশন ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। এই বক্তব্য যেন আঘাত হানে ঠিক সেখানেই, যেখান থেকে জন্ম নেয় চেতনা।
শেষে তিনি স্মরণ করিয়ে দেন—একটারে মারি, একটাই যায়; বাকিডি যায় না স্যার। ভুলে গেছেন?’ এই বাক্য কি শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা? নাকি এটি একটি প্রজন্মের প্রতিশোধের প্রতিধ্বনি? শহীদ হওয়ার ইচ্ছা কি রাজনৈতিক স্টান্স নাকি আত্মত্যাগের প্রতিশ্রুতি?”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।