রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

অন্যায়কারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে — তারেক রহমানের বিস্ফোরক প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ১২:১৯

ছবি: সংগৃহীত

ঢাকায় জনসমক্ষে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার মতো নৃশংস ঘটনায় নীরব ভূমিকার জন্য সরকারকে প্রশ্নবিদ্ধ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার, ছাত্রদলের আয়োজনে শহীদ পরিবারদের নিয়ে আয়োজিত এক স্মরণসভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন—

ভিডিও ফুটেজে যে খুনি ধরা পড়েছে, তাকে এখনও কেন গ্রেপ্তার করা হয়নি? আমরা কি ধরে নেবো সরকার বা প্রশাসনের কেউ তাদের এই সহিংসতায় প্রশ্রয় দিচ্ছে?

তারেক রহমান সরাসরি প্রশ্ন তোলেন—সরকার কি মব তৈরির মাধ্যমে পরিস্থিতিকে উত্তপ্ত করতে চাইছে? নাকি এসব ঘটনায় সরকারেরই প্রচ্ছন্ন ইন্ধন আছে? তিনি স্পষ্ট করে বলেন—অন্তর্বর্তী সরকারকে আমরা আগেই বলেছি, অন্যায়কারী যেই হোক—প্রশ্রয় দেয়া যাবে না। সরকারের কাজ জনগণের জানমাল রক্ষা করা।

তারেক রহমান বলেন—খুলনায় এক যুবদল কর্মীর রগ কেটে দেওয়া হয়েছে। এই নৃশংসতার বিচার নিয়ে কেউ কথা বলছে না। বিচার চাইলেই এখন বলা হয়— বিএনপি লাশ নিয়ে রাজনীতি করছে!

তার আহ্বান—যারা শহীদ হয়েছেন, তাঁদের পরিবারের সদস্যরা জোর গলায় প্রশ্ন তুলুন—কারা মব তৈরি করছে, কারা বিচার আটকে রাখছে? তারেক রহমান মনে করিয়ে দেন—আজ যে প্রশ্নগুলো আমরা করছি, এর উত্তরই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ। বিচারহীনতা নয়, ন্যায়বিচারই হোক বাংলাদেশের নতুন ঠিকানা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top