তারেক রহমানকে টার্গেট করে পরিকল্পিত চরিত্রহনন চলছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ১৭:১৯

বিএনপির মতে—মিটফোর্ডের মর্মান্তিক হত্যাকাণ্ড এখন রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। আর সেই সুযোগে দেশের বৃহত্তম রাজনৈতিক দল ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলছে পরিকল্পিত চরিত্রহননের প্রচেষ্টা।
আজ গুলশানে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন—এই ঘটনা শুধু মর্মান্তিকই নয়, এটিকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক দুরভিসন্ধি বাস্তবায়নের হাতিয়ার হিসেবে।
তিনি জানান, এই ঘটনায় সরাসরি সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা—আজীবন বহিষ্কার—নেওয়া হয়েছে।
তবে প্রশ্ন উঠছে—এতকিছুর পরেও কেন তারেক রহমানকে টার্গেট করা হচ্ছে? কেন অপপ্রচারে ভরে গেছে অনলাইন? ফখরুল বলছেন—ঘটনার ঠিক দুই দিন পর শুক্রবার, জুমার নামাজের সময়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় আগে থেকেই তৈরি ফটোকার্ড। তার দাবি, এটি ছিল পরিকল্পিত এক ডিজিটাল ক্যাম্পেইন।
সংবাদ সম্মেলনে তিনি জানান—এখন শুধু বিচার নয়, গঠন করা হচ্ছে একটি “তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি”, যারা পুরো ঘটনা খতিয়ে দেখবে ও সত্য সামনে আনবে।
বিএনপি বলছে—অপরাধীর কোনো দল নেই, শাস্তি হওয়া উচিত দৃষ্টান্তমূলক। কিন্তু একইসাথে তারা সতর্ক করছে—এই ঘটনায় যদি আসন্ন জাতীয় নির্বাচনকে নস্যাৎ করার চেষ্টা হয়, তাহলে তা রুখে দাঁড়াবে জনগণ।
শেষে মির্জা ফখরুল বলেন—তারেক রহমান শুধু একজন ব্যক্তি নন, তিনি গণআন্দোলনের প্রতীক। তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ আক্রমণের বিরুদ্ধে দল তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। বিএনপির বার্তা একটাই—ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হয়েছে, আর গণতন্ত্র রক্ষার লড়াই থামবে না।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।