সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

‘আম’ দিয়েই সম্পর্ক মিষ্টি! মোদির জন্য ১ টন হাঁড়িভাঙা পাঠাচ্ছেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ১৮:২৫

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সম্পর্কের মিষ্টি যোগ—হাঁড়িভাঙা আম! এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য এক হাজার কেজি হাঁড়িভাঙা আম উপহার পাঠাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এই ‘ম্যাঙ্গো কূটনীতি’, যা প্রতিবছরই হয়ে থাকে, এবারও দুই দেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে আলোচনায় এসেছে। ১৪ জুলাই, বাংলাদেশ থেকে রওনা হবে এই আম। আর ১৫ জুলাই পৌঁছাবে নয়াদিল্লিতে—ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত।

শুধু মোদিই নন—ভারতের বিভিন্ন কূটনীতিক, শীর্ষ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতার কাছেও এই আম পৌঁছে যাবে। গত সপ্তাহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য পাঠানো হয়েছে ৩০০ কেজি আম।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্যও পাঠানো হয়েছে একই পরিমাণ—আর বদলে তারা পাঠিয়েছেন বিখ্যাত ‘কুইন’ জাতের আনারস!আখাউড়া বন্দর হয়ে পাঠানো হয় এসব ফল। এছাড়াও এই সপ্তাহেই গুয়াহাটি, মুম্বাই ও চেন্নাইয়ের বাংলাদেশ হাইকমিশনগুলোতেও এই আম পাঠানো হবে—সেখানকার গুণী ও গুরুত্বপূর্ণ মানুষদের জন্য।

প্রতিবছরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এই উপহার কার্যক্রম চলে। আর এই সময়টাতেই আম হয়ে ওঠে কূটনৈতিক সৌহার্দ্যের বাহক। আগের সরকারের আমলেও এই রেওয়াজ ছিল, আর বর্তমান সরকারও ধরে রেখেছে এই ঐতিহ্য।

এটিই এখন পরিচিত—“আম কূটনীতি” নামে। আর সত্যি বলতে কী, কূটনীতি যদি মিষ্টি করে তুলতে হয়—তাহলে হাঁড়িভাঙার মতো কিছু থাকতেই হয়!

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top