সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ফার্মগেট স্টেশনে যান্ত্রিক ত্রুটিতে থেমেছিল মেট্রোরেল, পাঁচ মিনিট পর সচল

সুজন হাসান | প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ১২:০৬

ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেট স্টেশনে আজ সকালে যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে উত্তরা থেকে মতিঝিলগামী মেট্রোরেল। সোমবার সকাল ৯টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। কিছু সময় বন্ধ থাকার পর প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর ট্রেনটি পুনরায় চলাচল শুরু করে।

ঘটনার পর বেশ কিছু যাত্রী ফার্মগেট স্টেশনে ট্রেন থেকে নেমে পড়েন। যাত্রীদের অভিযোগ, ট্রেন থেমে যাওয়ার সময় শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ও আলো নিভে যায়, কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ঘোষণা বা ব্যাখ্যা দেওয়া হয়নি।

মিরপুর থেকে আসা এক যাত্রী জানান, “বিজয় সরণির মোড় পেরিয়ে ট্রেনে বিকট শব্দ হয়। এর পরই লাইট এবং এসি বন্ধ হয়ে যায়। এরপর ট্রেনটি ফার্মগেট পর্যন্ত এলেও সেখানে এসে একেবারে থেমে যায়। কেউ কিছু জানায়নি। অনেকেই নেমে হাঁটা শুরু করেন।”

একই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও যাত্রীদের প্রতিক্রিয়া দেখা গেছে। ‘মেট্রোরেল প্যাসেঞ্জার কমিউনিটি’ নামের একটি ফেসবুক গ্রুপে ফাহিম ফরায়েজি নামে এক যাত্রী ভিডিওসহ পোস্ট করেন ঘটনার বিবরণ।

তিনি জানান, “এর আগেও বিজয় সরণি স্টেশন পার হওয়ার সময় চলন্ত ট্রেন হঠাৎ ব্রেক করে। এতে যাত্রীদের ধাক্কা লাগে, আলো-এসি বন্ধ হয়ে যায়। আজকের ঘটনাও সেই রকম। ভিডিওতে সব আছে, আমি কিছু বলছি না, শুধু শুনে দেখুন যাত্রীরা কী বলছেন।”

এ নিয়ে যাত্রীরা প্রশ্ন তুলছেন —বারবার একই ধরণের সমস্যা হলেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না কিংবা যাত্রীদের সতর্ক করা হচ্ছে না।

ঘটনার বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর উপপ্রকল্প পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আহসানউল্লাহ শরিফী বলেন, “ফার্মগেট স্টেশনে ট্রেন থেমেছিল যান্ত্রিক ত্রুটির কারণে। বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে পাঁচ মিনিটের মধ্যে ট্রেন চালু করা হয়।”

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারী মেট্রোরেল রাজধানীতে গণপরিবহনে সময় ও ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে সম্প্রতি যান্ত্রিক সমস্যা ও সংকেত বিভ্রাটসহ কিছু অভিযোগ যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি করছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের সমস্যার দ্রুত সমাধান ও কার্যকর যাত্রীসেবা নিশ্চিত করতে স্বচ্ছতা ও নিয়মিত তথ্য আদান-প্রদান জরুরি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top