সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, দগ্ধ ২৭, আতঙ্কে শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ১৬:০৮

ছবি: সংগৃহীত

আজ ২১ জুলাই, রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল ভবনে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান—এফ-৭ বিজেআই মডেলের।

দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। এর কিছু সময় পর, অর্থাৎ ১টা ১৮ মিনিটে, মাইলস্টোন কলেজের ভবনে গিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। আকাশ থেকে হঠাৎ বিকট শব্দ, এরপরেই আগুন—চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ছুটে আসেন স্থানীয় মানুষ, শিক্ষার্থী আর অভিভাবকেরা।

এই ঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত ২৭ জন। এদের মধ্যে নারী ও শিশু ছাড়াও বেশিরভাগই মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। তাদের সবাইকে জরুরি ভিত্তিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন—দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক, এবং এখনো আহতদের হাসপাতালে আনা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর স্কুল ক্যাম্পাসের ভেতর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আহতদের দেহ। কেউ কেউ নিজের হাতে আহতদের তুলে নেন, অ্যাম্বুলেন্সে করে পাঠান হাসপাতালে।

এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এই দুর্ঘটনা ঘিরে গোটা এলাকায় নেমে এসেছে শোক আর আতঙ্ক। প্রশ্ন উঠেছে—এমন দুর্ঘটনা কীভাবে ঘটলো? কী ছিল এর কারণ? বিস্তারিত তদন্ত শুরু করেছে বিমানবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top