শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

গুম-হত্যা-ধর্ষণ—অন্তর্বর্তী শাসনের সময়েও থামেনি নিপীড়ন—অধিকারের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ১৪:৪৪

ছবি: সংগৃহীত

কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও, কি শেষ হয়েছে বিচারবহির্ভূত হত্যা? ‘অধিকার’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য—ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়েও ২৯ জন বিচারবহির্ভূতভাবে নিহত হয়েছেন।

সময়কাল? ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত। এ সময়ে গণপিটুনিতে মারা গেছে ১০৮ জন, রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে ২৩৩ জনের, আর কারাগারে মৃত্যু হয়েছে ৬১ জনের।

মৃত্যুদণ্ড: ১৬০ জন, বিএসএফ কর্তৃক মানবাধিকার লঙ্ঘন: ১,৮২৮ জন, ধর্ষণ: ৪৮৮ জন, যৌন হয়রানি: ২৮ জন, সাংবাদিক আক্রমণের শিকার: ১৬৫ জন, আহত রাজনৈতিক কর্মী: ৬,১৫৭ জন, সাংবাদিকদের ওপর হামলা, মামলা, এমনকি তুলে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

এদিকে গুম বিষয়ক তথ্যও ভয়াবহ। গঠিত গুম তদন্ত কমিশনের রিপোর্ট বলছে—পুলিশ, র‍্যাব, ডিবি ও সিটিটিসি মিলিয়ে ৬৭ শতাংশ গুমের ঘটনায় সরাসরি জড়িত।

হাসিনা সরকারের সময় গুম নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে ১৪০টি অভিযোগ, যেখানে ১ হাজারের বেশি নাম সন্দেহভাজন হিসেবে উঠে এসেছে। প্রশ্ন হলো—ক্ষমতা বদলালেও কি মানুষের নিরাপত্তা ফিরেছে? 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top