বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

অতি জরুরি চিঠি পররাষ্ট্রে, লন্ডন যাচ্ছেন কি খালেদা জিয়া?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ১৪:৩৭

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে আবারও যুক্তরাজ্যে পাঠানোর উদ্যোগ নিয়েছে দলটি।

রোববার, ২৭ জুলাই—‘অতি জরুরি’ শ্রেণিভুক্ত একটি চিঠি পাঠানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। চিঠিতে খালেদা জিয়ার চিকিৎসক দলের পরামর্শের ভিত্তিতে বলা হয়েছে—তার এখনই লন্ডনে চিকিৎসা জরুরি। চিঠিতে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে—১. খালেদা জিয়া ২. একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ৩. মাসুদার রহমান ৪. ফাতেমা বেগম ৫. রুপা সিকদার। চিঠিতে তাদের জন্য নোট ভারবাল ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।

এ বি এম সাত্তার জানান, ম্যাডামের লন্ডনের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাই ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করা হয়েছে। তবে এখনও লন্ডন যাত্রা চূড়ান্ত হয়নি। এর আগে এ বছরের মে মাসে, যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছিলেন খালেদা জিয়া।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top