ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর: ঢাবির রাজনীতিতে ফিরছে উত্তাপ!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ১৭:০৬

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা—ভোট ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে ফিরছে প্রাণ।ঘোষণা হলো ডাকসু নির্বাচনের তফসিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার। আজ, ২৯ জুলাই, বিকেল ৪টায় ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তারা।
ডাকসু নির্বাচনের জন্য ১০ সদস্যের রিটার্নিং কর্মকর্তার একটি দল গঠন করা হয়েছে। এর নেতৃত্বে রয়েছেন—উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। এই কমিটির পক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে। সবচেয়ে চমকপ্রদ দিক হচ্ছে—ইতিহাসে এই প্রথমবারের মতো আবাসিক হলের বাইরেও মোট ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
ভোটার হিসেবে অংশ নিতে পারবেন—২০১৯-২০ সেশন থেকে শুরু করে বর্তমান শিক্ষাবর্ষ পর্যন্ত সক্রিয় শিক্ষার্থীরা। অর্থাৎ, যাঁরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন, তাঁরাই হবেন প্রার্থী ও ভোটার। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে, দীর্ঘ বিরতির পর এবার ফের শুরু হচ্ছে সেই ঐতিহ্য।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।