দীর্ঘ ৬ বছর পর ডাকসু নির্বাচনে নতুন অধ্যায়, ভোটার তালিকা প্রকাশ, ভোটাভুটি ৯ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ১৭:১৩

৬ বছর পর আবারও ডাকসু নির্বাচন! ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ — ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর।
গতকাল, ২৯ জুলাই, সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। সেখানে ভিপি নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নুর, জিএস ছিলেন গোলাম রাব্বানী এবং এজিএস পদে সাদ্দাম হোসেন।
এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৯৩২ জন — যার মধ্যে ছাত্র ২০ হাজার ৯০৪ জন এবং ছাত্রী ১৯ হাজার ২৮ জন। রোকেয়া হল সবচেয়ে বড় ভোটারধারী হল — এখানে ৫,৬৭৬ জন ভোটার। ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার জগন্নাথ হল–এ, ২,২৫৪ জন।
খসড়া ভোটার তালিকা ইতোমধ্যেই হলের নোটিশ বোর্ডে টানানো হয়েছে। আপত্তি জানাতে হবে ৬ আগস্টের মধ্যে। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ১১ আগস্ট। মনোনয়ন জমা শেষ ১৯ আগস্ট, চূড়ান্ত প্রার্থী তালিকা ২৬ আগস্ট। আর ভোটগ্রহণ — ৯ সেপ্টেম্বর!
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।