মায়ের চোখে বাংলাদেশ গড়তে চাই—৫ আগস্টে তারেক রহমানের ভিডিও বার্তা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৫, ১৪:০০

৫ আগস্ট—বাংলাদেশের ইতিহাসে এক বর্ণিল ও রক্তাক্ত অধ্যায়। আজ এই দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ভিডিওবার্তায় বলেন: মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমনই একটি বাংলাদেশ গড়তে চাই। যেখানে ধর্ম-বর্ণ, মত-পথ নির্বিশেষে—প্রত্যেক মানুষ নিরাপদে থাকবে।
২০২৪ সালের ৫ আগস্ট ঘটে গণঅভ্যুত্থান—ফ্যাসিস্ট সরকারের পতন হয়। পালিয়ে যায় শাসকেরা, স্বাধীনতা ফিরে পায় বাংলাদেশ। তারেক রহমান বলেন—এই দিনটি শুধু বাংলাদেশের নয়, বিশ্ব ইতিহাসেও নজিরবিহীন। ৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র ও মানবিকতার প্রতিজ্ঞার দিন।
তিনি স্মরণ করেন—শহীদ আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধসহ দেড় হাজারের বেশি মানুষ যারা প্রাণ দিয়েছেন গণতন্ত্রের জন্য। আহত হয়েছেন প্রায় ৩০ হাজার। ৭১ ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর ২৪ সালের ৫ আগস্ট ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ।
তারেক রহমান আহ্বান জানান—“জনগণের ভোটের মাধ্যমে, জবাবদিহিমূলক সরকার গড়ে তুলেই শহীদদের ঋণ শোধ করতে হবে। আর এই লড়াইয়ে বিএনপি থাকবে জনগণের পাশে। একইসঙ্গে তিনি সতর্ক করেন—ফ্যাসিবাদ আর কখনো বাংলাদেশে ফিরে আসবে না। কেউ যেন চুপিসারে পুরনো অন্যায়কে বৈধতা না দেয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।