বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

পিটার হাসের সঙ্গে এনসিপির বৈঠকের গুঞ্জন, নেতাদের অস্বীকার– গুজবে সরগরম নেটদুনিয়া

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৫, ১৬:৩৭

ছবি: সংগৃহীত

কক্সবাজারে এনসিপি নেতাদের ভ্রমণ ঘিরে গুঞ্জন—পিটার হাসের সঙ্গে তাদের বৈঠক নিয়ে প্রশ্ন। ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবসের দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার শীর্ষ নেতা হঠাৎ করে পৌঁছান কক্সবাজার।

তারা হলেন—হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তাসনিম জারা। তাদের কক্সবাজার ভ্রমণ ঘিরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। সবচেয়ে আলোচিত বিষয়—সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক হয়েছে কি না!

ইনানির পাঁচতারকা হোটেল ‘সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’তে এই নেতাদের অবস্থান নিশ্চিত করেছেন হোটেল সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা। তবে পিটার হাসের উপস্থিতি নিয়ে কেউ নিশ্চিত কিছু বলেননি। কারও ভাষায়, একজন বিদেশি দেখা গেছে, দেখতে অনেকটা পিটার হাসের মতো!

অন্যদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারী স্পষ্ট করে বলেন—এটা সম্পূর্ণ গুজব। তিনি জানান, পদযাত্রার পর ক্লান্ত ছিলাম, একটু বিশ্রাম নিতে কক্সবাজার এসেছি। হোটেলে উঠতেই দেখি গুজব ছড়িয়েছে।

এদিকে বিমানবন্দর সূত্র বলছে, ওই দিন দুপুরে তারা এসেছেন এবং বিকেলে ঢাকায় ফিরে গেছেন। আরেকটি সূত্রের দাবি, তারা হয়তো পিটার হাস নয়, অন্য কোনো রাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে দেখা করেছেন! কিন্তু আজও প্রশ্ন থেকেই যাচ্ছে—সত্যিই কি এটা ছিল শুধুই একটি ভ্রমণ, নাকি পর্দার আড়ালে ঘটেছে কিছু গুরুত্বপূর্ণ বৈঠক?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top