৫ আগস্ট শরীয়তপুরে শ্রদ্ধা ও সম্মাননায় উদযাপিত গণঅভ্যুত্থান দিবস
শরীয়তপুর প্রতিনিধি | প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৫, ১৭:২৯

জুলাই গণঅভ্যুত্থান ২০২৫-এর বর্ষপূর্তি উপলক্ষে শরীয়তপুরে সরকারি-বেসরকারি ও রাজনৈতিকভাবে পালিত হয়েছে নানা কর্মসূচি। দুপুর ১২টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় “জুলাই শহীদ ও আহত যোদ্ধা সম্মেলন ও আলোচনা সভা”, আয়োজন করে শরীয়তপুর জেলা প্রশাসন।
অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সম্মাননা প্রদান করা হয় শরীয়তপুর জেলার ১৪ জন শহীদ পরিবারের সদস্য এবং ৮৩ জন আহত যোদ্ধাকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ রেহান উদ্দীন, ছাত্র সমন্বয়ক ইমরান আল নাজিরসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং স্বৈরাচার পতনে আহত যোদ্ধাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানান।
জুলাই আন্দোলনের যোদ্ধারা তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন, এবং দেশ সংস্কার ও তাদের দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে বক্তব্য রাখেন। এই আয়োজন শুধু একটি স্মরণ নয়—একটি শপথ, একটি প্রতিজ্ঞা—যা স্মরণ করিয়ে দেয়, গণতন্ত্রের জয় আসে জনগণের ত্যাগ আর লড়াইয়ের মাধ্যমেই।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।